|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
বাংলাদেশের সম্প্রতি উন্নয়ন অগ্রযাত্রায় অর্থনৈতিক খাতের সাফল্য বহির্বিশ্বের নজর কেড়েছে
প্রকাশের তারিখঃ ৪ জুন, ২০২৩
বাংলাদেশের সম্প্রতি উন্নয়ন অগ্রযাত্রায় অর্থনৈতিক খাতের সাফল্য বহির্বিশ্বের নজর কেড়েছে। মাত্র পাঁচ দশকের ব্যবধানে ‘তলাবিহীন ঝুড়ির’ তকমা ছাড়িয়ে ‘ইমার্জিং এশিয়ান টাইগার’ হিসেবে বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেছে।
বাংলাদেশের নারীরা বাংলাদেশ তৈরি পোশাক, পাট, চামড়া, ম্যানপাওয়ার ও মৎস্য খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে বিশ্বের নির্ভরযোগ্য রপ্তানিকারীর তালিকায় জায়গা করে নিয়েছে।
বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপ এ সাফল্য অর্জনে নারীদের অসামান্য অবদানকে সন্মান জানাই। একই ধারাবাহিকতায় সেবা খাতেও নারীদের অংশগ্রহণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
এরই মধ্যে অনেক নারীই সামাজিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠে এমন সব দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা অন্য নারীদেরও অনুপ্রাণিত করছে। এই নারীদের অগ্রগামী ভূমিকা স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নকে আরও সুদৃঢ় করছে বলে বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপের বিশ্বাস, নারীদের অংশীদারত্বমূলক অংশগ্রহণের মাধ্যমেই সমৃদ্ধি অর্জন সম্ভব। তাই বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপ দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখা এই নারীদের সম্মান জানাতে ১০ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।এ উদ্যোগ শুধু সেই নারীদের স্বীকৃতি প্রদান করবে, যাঁরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ঠিকই, কিন্তু লাইমলাইটে আসতে পারছেন না, তাঁদের জন্য বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপ অগ্রসরমাণ এই নারীদের যাত্রাকে সুদৃঢ় করার লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম তৈরি করতেই এ উদ্যোগ গ্রহণ করেছে।
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন বলেন, ‘ নারী সম্মাননা কর্মনিষ্ঠ নারীদের আরও সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে এবং বৈষম্য দূরীকরণে পর্যাপ্ত সহায়তা প্রদানের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে। আর অন্য নারীদের জন্য আদর্শ উদাহরণ হয়ে থাকবে।’ তিনি আরও বলেন, ‘উদ্যোগটি চলমান। শুধু এক বছর পরই থেমে যাবে না। সব স্তরের নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ উদ্যোগকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এ উদ্যোগের মাধ্যমেই আমরা আমাদের ভবিষ্যতের জাতি বিনির্মাণকারী নারীকে পাব।’
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.