|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি ঘোষনা
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২৩
দীর্ঘদিনর স্বপ্ন ও আশা পূরণে আবারো একটি প্লাটফর্মে দাঁড়িয়েছে সাংস্কৃতিক কেন্দ্রের একটি প্রত্যাশা। ১৯৮০ সালের ঐতিহ্যকে পুনরুদ্ধার করে নতুন আঙ্গিকে কর্মকাণ্ড শুরু করেছি বলে মন্তব্য করে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় স্থাপিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের নবনিযুক্ত সভাপতি আবুল ফজল তিনি এসব কথা বলেন।
গত বুধবার ৩১মে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে রাস আল খাইমার গ্রান্ড রেষ্টুরেন্টে হলরুমে নবনিযুক্ত কমিটি ঘোষাণার করার পর সংবাদ সম্মেলনে বলেন এ সাংস্কৃতিক সংগঠনটি বহুদিন অপেক্ষা করে আজ গন্তব্যে পৌঁছেছে আমরা সকলে এই সংগঠনটিকে সঠিকভাবে ভাবে সামাজিক ও সাংস্কৃতিক বিষয় গুলো তুলে ধরব সকল মানুষের কাছে।
সর্বশেষ সংবাদ দেখতে দৈনিক বাংলার অধিকারের ওয়েব সাইটে ভিজিট করুন। Google এ যান।
সংগঠনের সভাপতি আবুল ফজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবোধ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোহাম্মদ মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সিনিয়র সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বেলাল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জয়নুল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন, ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস। কার্যনির্বাহী সদস্য তাজউদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ ইব্রাহিমসহ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সাংবাদিক, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.