|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ জেলা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর অটোরিক্সা চালকের গলাকাটা ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উৎঘাটন-DBO-news
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২৩
নওগাঁ জেলাসদরে শিশু পার্কের পূর্ব পাশ্বে -২১/৫/২০২৩খ্রি.তারিখ অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী কর্তৃক নওগাঁ সদর থানাধীন বরুনকান্দি মৌজাস্থ বাইপাস সড়কের পাশে জনৈক মোঃ আজাদের ইট ভাটার নিকটে ভিকটিম শ্রী অতুল কুমার সরকার (৪০), পেশায় ব্যাটারি চালিত অটো থ্রি-হুইলার চালক, পিতা-মৃত অভয় চন্দ্র সরকার, গ্রাম-সুলতানপুর মধ্যপাড়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁকে নির্মমভাবে হত্যা করে ঘটনাস্থলে রেখে যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে পুলিশ সুপার, নওগাঁ সহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং নওগাঁ সদর মডেল থানা পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। উক্ত ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হলে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক মহোদয়ের দিক নির্দেশনায় নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এর নেতৃত্বে অফিসার ইনচার্জ নওগাঁ সদর মডেল থানা এবং ওসি ডিবি সহায়তায় নওগাঁ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) ও তার চৌকস টিম তথ্য ও প্রযুক্তির সহায়তায় উত্তরা, ঢাকা এবং নওগাঁ জেলার বদলগাছী থেকে ঘটনার সাথে জড়িত আসামী ১। নুর এ ইসলাম @ সনি @ সেজান (৩৫), ২। রাব্বি সরদার (২৩) ও ৩। আতিকুর (৩৩) কে গ্রেফতারপূর্বক তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র (১ টি বটি ও ১টি চাকু), ব্যাটারি চালিত অটোরিক্সা, মোবাইল ফোনসহ সিম ও ভিকটিমের ব্যাটারি চালিত অটোরিক্সা হতে চুরিকৃত ০৫টি ব্যাটারি উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী নুর এ ইসলাম @ সনি @ সেজান জানায় যে, ভিকটিম অতুলের নিকট পাওনা টাকা কে কেন্দ্র করে বিবাদের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সহযোগী ধৃত আসামী রাব্বি’র সহায়তায় ভিকটিম অতুলকে নৃশংসভাবে হত্যা করে তার ব্যাটারি চালিত অটোরিক্সা হতে ০৫টি ব্যাটারি নিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিক্সাযোগে উক্ত স্থান হতে পালিয়ে গিয়ে আত্মগোপন করার কথা স্বীকার করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.