|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ঝড়-DBO-news
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২৩
নড়বড় পড়ে ঘর
পবন গমনে,
হায় হায় এই বুঝি
প্রাণ নেয় শমনে!
শনশন বায়ু বয়
ডাল ভাঙ্গে মড়মড়,
ঝরঝর পাতা ক্ষয়
তাল বনে খরখর।
কাক চিল ভয়ে রয়
স্থির নাই চরণে,
উড়ে যায় দূর গাঁয়
ভয় হয় মরণে।
জল যায় কলকলে
মাঠ ঘাট ভাসিয়ে,
আম পড়ে ঝরঝর
আয় সব মাতিয়ে।
কাদা হয় মাঠ ঘাট
জল করে ছলছল,
পথ যেতে ভয় হয়
যাই দেহে নাই বল!
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.