|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় বন বিভাগের মাধ্যমে উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত-DBO-news
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৩
নওগাঁর রাণীনগরে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় উপকারভোগীদের সামাজিক বনায়নে সৃজিত বাগান ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী রাণীনগর বন বিভাগের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, জেলা বন কর্মকর্তা শহিদুল ইসলাম, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, আত্রাই উপজেলা বন বিভাগের কর্মকর্তা ইসমাইল হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় কর্মকর্তাগণ প্রশিক্ষনার্থীদের সৃজিত বাগান ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.