|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ধামইরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৩
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবসে র্যালি ও আলোচনা সভা পালিত হয়েছে। বুধবার(৩১-মে)সকাল১১টায় উপজেলা সভা কক্ষে নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে তামাক বিরোধী আলোচনা সভায়,উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা,থানা ইনচার্জ মোজাম্মেল হক কাজী,সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম,যুব উন্নয়ন অফিসার মো.কামরুজ্জামান সরদার,মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মিজানুর রহমান,উপজেলা খাদ্য পরির্দশক মো.হারুনুর রশিদ,পল্লী উন্নয়ন অফিসার রামাকান্ত,সেনেটারী পরির্দশক মো.আনিসুল ইসলাম,মেডিকেল অফিসার মো.আরাফাত হোসেন,ফায়ার সার্ভিস ও ডিফেন্ড ইনর্চাজ,বীর মুক্তিযুদ্ধা জাইরুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহব্বাহক আঞ্জুয়ারা বেগম,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা ও সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত,অফিস কর্মকর্তা সাজ্জাদ হোসেন সবুজসহ, সম্মানিত ব্যক্তিদ্বয় বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় তামাক সেবনে কুফল,প্রতিরোধ আলোচনা করা হয়।বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর এর নেয় ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্বজুড়ে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসে আলোচনা করা হয়। এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত এবং যার মধ্যে ধুমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে অ-ধূমপায়ী ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.