|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছেংগারচর পৌরসভা সহ দেশের ৮ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা ভোট ১৭ই জুলাই
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৩
মোঃ আতাউর রহমান সরকার (মতলব প্রতিনিধি): নির্বাচন কমিশন (ইসি) দেশের আট পৌরসভায় নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষণা করেছে। এই আট পৌরসভায় আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি। বুধবার নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এসব নির্বাচনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পৌরসভাগুলো হলো পিরোজপুরের ভান্ডারিয়া, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার, পিরোজপুরের মঠবাড়িয়া, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর, যশোরের বেনাপোল ও সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোটগ্রহণ করা হবে ১৭ জুন। ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.