|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাউফলে বসত ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট-DBO-news
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৩
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নের কৌখালী বাজারে তারেক সিকদারের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা ।৩০..০৫.২৩ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সুলতান মুহরির নির্দেশে তার ছেলে কবির, সাইদুল ও ভাইর ছেলে বাচ্চুর নেতৃত্বে ৫০-৬০ মটর সাইকেলযোগে ১০০-১৫০ ভাড়াটে সন্ত্রাসীরা এসে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ ১ লাখ টাকা নিয়ে যায় এবং ফ্রিজ ও টিভিসহ ব্যবসা প্রতিষ্ঠানে ৫-৬ লাখ টাকার মালামাল ভাংচুর করে। এছাড়াও হামলাকারীরা একটি অটোগাড়ির গ্রেজ ও দুটি বসত ঘরে হামলা করে দরজা, জানালা কুপিয়ে ক্ষতবিক্ষত করে। জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে সুলতান মুহরী বলেন,‘ হামলার সাথে আমরা জড়িত না। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তারা নিজেরাই হামলা করে আমাদেরকে দোষারোপ করছে।
বাউফলের বগা তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ নিরু মিয়া বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল করা হয়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.