|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুমকিতে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত -DBO-news
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৩
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
৩০.০৫.২৩ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ৯.০০ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর দিনব্যাপী কুরআন থেকে তিলাওয়াত করা হয়। বিকাল ৪ টায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অনান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান, সহ সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সম্ভু, হাবিবুর রহমান নান্নু, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, শহিদুল ইসলাম সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ মাসুদুল আলম মৃধা, শ্রমিকদলের আহবায়ক মোঃ জাফর আকন, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, কৃষক দলের আহবায়ক মোঃ জাহঙ্গীর হোসেন, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম খান , উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ গোলাম সরোয়ার, সদস্য সচিব মোঃ সুমন শরিফ প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.