|| ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পিরোজপুরে রুপান্তরের আয়োজনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত-DBO-news
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২৩
পিরোজপুরে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশবৃদ্ধি এবং আজ সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রুপান্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনার সভাপতিত্বে ও জেলা সমন্বয়কারী খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরচিালক ইকবাল কবির, রুপান্তর বরিশাল ক্লাষ্টারের মনিটারিং সমন্বয়কারী তানভীর মোশারেফ, জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ১২ জন অপরাজিতা, বিভিন্ন কমিটির ১০ সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীদের মূল্যায়ন আমাদেরই করতে হবে। নারীদের মূল্যায়ন শুরু হয়েছে। আমরা সেই সাথে সবাই মিলে কাজ করবো। নারী তো আমার পরিবার ও সংসারের একটা গুরুত্বপূর্ণ অংশ। নারী অগ্রাধিকার আগে পাবে সেই লক্ষে নারী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.