|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ডিবি কর্মকর্তা আহত-DBO-news
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৩
সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির এ এস আই সুলতান মাহমুদ গুরুতর আহত হয়েছে।
২৬ মে, শুক্রবার রাতে সাভারের বাড্ডা ভাটপাড়া সোসাইটি বালুরমাট এলাকায় এঘটনা ঘটে।
ঢাকা জেলা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন,শুক্রবার রাতে ডিবি পুলিশের এ এস আই সুলতান মাহমুদ মোটরসাইকেলে করে বাড্ডা ভাটপাড়া এলাকায় নিজ ভাড়া বাসায় ফিরছিলেন। এসময় তিনি সোসাইটি বালুরমাট এলাকায় পৌঁছলে দুই ছিনতাইকারী তাকে ধরে ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে রাতে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি কারণে এ ঘটনা তদন্ত করছে পুলিশ।
এঘটনায় সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.