|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
শিশুতোষ কবিতা উপদেশ
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৩
প্রভাতে পবন বয় শীতল শরীর।
জাগিয়া ভ্রমন কর সকল শুধীর।।
নির্মল হইবে মন পবন সেবনে।
সুস্থ থাকিবে শরীর সারাটি জীবনে।।
হাত মুখ ধুয়ে কর ভক্তি আরাধনা।
প্রসন্ন হইবে মন পুরিবে বাসনা।।
লেখা পড়া কর তুমি দিয়ে মনযোগ।
জীবনে করিবে তুমি সুখ শান্তি ভোগ।।
পিতামাতা গুরুজনে না করিও হেলা।
সম্মান করিবে সবে ভাবিও না খেলা।।
জোড়করে করিবেক প্রণাম সকলে।
আশীর্বাদে বড় হবে নভো জল স্থলে।।
অসৎ সঙ্গের সঙ্গী কভু না হইবে।
তাহাদের সাথে তুমি কভু না চলিবে।।
ছাড়িয়া অসৎ সঙ্গ সৎ সঙ্গ ধর।
সুখ্যাতি বাড়িবে তব ভবে বহুতর।।
পরাজয়ে কভু তুমি করিও না ভয়।
সকল কর্মে তোমার আসিবেক জয়।।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.