|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পটুয়াখালী দুমকিতে মোঃ মজিবর মুন্সির স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা কারি প্রভাষক মোঃ জাকির মাস্টারের বিচারের দাবিতে মানববন্ধন -DBO-news
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৩
পটুয়াখালী দুমকির মুরাদিয়ার ইউনিয়নের আজিজ আহা্মেদ ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ জাকির মাস্টারের বিরুদ্ধে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ মজিবর মুন্সির স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা কারি, নবজাতক হত্যা এবং তার ছেলে জাকারিয়ার নামে সকল
মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেন মুরাদিয়ার সর্বস্তরের সাধারণ জনগণ।
চরগরবদী ফেরিঘাটে ২৭ মে ২০২৩ বিকেল ০৪ ঘটিকার সমায় মানববন্ধন শুরু হয় এ সময় আনুমানিক ৫ থেকে ৬০০ মানুষের এই মানববন্ধনে যোগ দেন।
মানববন্ধনে অংশ নেওয়া পুরুষ ও মহিলাদের একটাই দাবি ছিলো জাকির মাস্টারের বিচার চাই মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সৈয়দ আলামিন মিরা তিনি সাংবাদিককে বলেন আমার একটাই দাবি যারা নোংরা ভাবে হনুফা বেগম ও নবজাতকে মৃত্যুর প্ররোচনা কারি জাকির মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই, তিনি আরো বলেন প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বিচার চাই।
এ সময় মহিলাদের নেতৃত্বে ছিলেন মোসাম্মৎ নাজমা বেগম তিনি সাংবাদিকদের বলেন
এই পরিবারকে এই এলাকার প্রভাবশালী জাকির মাস্টার শেষ করে ফেলেছে আমরা হনুফা বেগম এর আত্মহত্যা ও নবজাতকে মৃত্যুর কারণ জাকির মাস্টার আমি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বাঁচান এই পরিবার কে বাঁচান,
তিনি আরো বলেন জাকারিয়ার মুক্তি চাই ও মুক্তি চাই জাকির মাস্টারের বিচার চাই বিচার চাই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.