|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে হক ফাতেমা পাঠাগার পরিদর্শনে উপজেলা একাডেমিক সুপাইভাইজার-DBO-news
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের প্রতিষ্ঠিত সরকারী অনুমোদন প্রাপ্ত হক ফাতেমা পাঠাগার শনিবার (২৭মে) বিকালে পরিদর্শন করেন নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপাইভাইজার মোঃ আনোয়ার হোসেন। এসময় তার সাথে ছিলেন সমুর্ত জাহান মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বাবু অখিল চন্দ্র পাল। একাডেমিক সুপাইভাইজার পাঠাগারের পরিদর্শন বহিতে মন্তব্য লিখেন এবং গ্রামীন পরিবেশে স্থাপিত পাঠাগারটি জনকল্যানে আরও ব্যাপকভাবে কাজে লাগানোর আহবান জানান। এসময় পাঠাগারের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, পাঠাগারের লাইব্রেরিয়ান প্রভাষক এহসানুল হক তানভীর পাঠাগারের বিভিন্ন বিষয়ে তাকে অবহিত করেন। একাডেমিক সুপাইভাইজার আনোয়ার হোসেন মিল্টন রচিত “জ্যোৎসা ছায়ায় ঘাসফুল” বইটি তিনি পাঠাগারে উপহার প্রদান করেন। এসময় সিনিয়র শিক্ষিকা জেবুন্নেচ্ছা দীপ্তি পত্রিকার পাঠক মোঃ মোনায়েম খান সহ কিছু ছাত্র পাঠক পাঠাগারে উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.