|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডুমুরখালী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বাবলু প্যানেল একক ভাবে বিজয়ী-DBO-news
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৩
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত অভিভাবক সদস্য পদের ভোট গ্রহণ চলে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বাবলুর রহমান প্যানেল একক ভাবে বিজয়ী হয়েছে। বাবলুর রহমান প্যানেলের বিজয় প্রার্থীরা হলেন আলামীন ৫৬ ভোট, জিয়াউর রহমান ৫১ ভোট, হাবিবুর রহমান ৫০ ভোট, মিজানুর রহমান ৫০ ভোট ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য তাসলিমা খাতুন ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরাজিত প্যানেল আবু তালেব এর প্রার্থীরা হলেন, মুজিবর রহমান ৪৫ ভোট, মোশাররফ হোসেন ৪৪ ভোট, শওকত আলী ৪৪ ভোট, অমুল্য কুমার দাস ৩৩ ভোট ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাধনা রানী দাস ৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মোট ভোটার সংখ্যা ১০৯। এরমধ্যে ডবল ভোটার রয়েছে সাতটি। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার। আইন শৃংখলার দায়িত্ব পালন করেন ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জিত কুমারসহ সঙ্গীয় ফোর্স।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.