|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে যেতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই -DBO-news
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৩
ফরিদপুরে দ্বৈত উত্তরণ: নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ জনপ্রত্যাশা ও অংশীজনদের দায়িত্ব শিরোনাম উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর আয়োজনে, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের সহযোগিতায় ফরিদপুরের ব্রাক ল্যানিং সেন্টারে এইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির বলেন,আগামী ২০২৪ সালে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে যেতে আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।
বৈষম্যহীন সমাজ গঠনে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা, জনবান্ধব আইন প্রণয়ন, বিভিন্ন বৈষম্য বিলোপ করা, নারীদের অগ্রাধিকার এর উপর জোর দেয়ার কথা বলেন,পাশাপাশি জলবায়ু মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলি ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অসম জাহাঙ্গীর চৌধুরী টিটু, ফরিদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম ইয়াইয়া, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা লায়েকুজ্জামান, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, কাউন্সিলর ও সাংবাদিক সহ প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.