|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে বিপুল পরিমান গাঁজাসহ আটক ২-DBO-news
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২৩
র্যাব-০৮ ফরিদপুর ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে।
আজ (২৬মে) ২৩ তারিখ আভিযানিক দল
গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাংঙ্গা থানাধীন বাজারের নতুন মুরগীর হাট এলাকায় থেকে বাহার মিয়া (৫৫), মোঃ মোঃ আলমগীর হোসেন সুফল(৩৪), দুই ব্যবসায়ী আটক করেন।
র্যাব সূত্রে জানা যায়, বিপুল মরিমান মাদকের একটি চালান প্রোবক্স প্রাইভেটকার করে বিক্রির জন্য নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে
ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে রাত ০২.০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামীদের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা, ১টি প্রোবক্স প্রাইভেটকার(ঢাকা মেট্রো গ-২৭-৯৮৪১),৩টি মোবাইল এবং ৩টি সিম উদ্ধার করা হয়। আটক কৃত আসামীরা কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে ফরিদপুর ও শরীয়তপুর এলাকায় বিক্রি করে আসছে। আটক বাহার মিয়া (৫৫), পিতা-মৃত ইয়াসিন মিয়া, সাং- ধনপুর, থানা-সদর দক্ষিন, জেলা- কুমিল্লা এবং আসামী
২। মোঃ মোঃ আলমগীর হোসেন @ সুফল(৩৪), পিতাঃ- মৃত আব্দুল মান্নান, সাং-কবরুয়া, থানা- চৌদ্দগ্রাম, জেলাঃ- কুমিল্লা কে উদ্ধারকৃত আলামতসহ ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
পরে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)ধারায় মামলা রুজু করা হয়
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.