|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
এই অবৈধ সরকার জনগনের সকল অধিকার কেড়ে নিয়েছে …….. আমির খসরু-DBO-news
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২৩
কেন্দ্রীয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ এক কঠিন সময় পার করছে। গত ১৪ বছর একটি অর্নিবাচিত, অবৈধ সরকার জলহস্তির মত জনগনের বুকে চেপে আছে। এরা জনগনের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, গনতান্ত্রিক অধিকারসহ সকল ধরনের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। এই ফ্যাসিবাদী সরকার মনে করছে তারা দেশের মালিকানা কিনে নিয়েছে। আজ লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়েজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। প্রধান অতিথি আরো বলেন, যখন ১০ দফা আদায় হবে, দেশে গনতান্ত্র ফিরে আসবে, নির্বাচন কমিশনার বাতিল হয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরী হবে তখনই নির্বাচন নিয়ে আলোচনা হবে। এর আগে নয়। আজ শুক্রবার (২৬ মে) বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় গোডাউন রোড বশির ভিলা প্রাঙ্গনে বেগম খালেদা জিয়ার মুক্তি, গায়েবী মামলায় পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, বিদ্যুত, গ্যাসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা বিএনপি।জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান, লক্ষ্মীপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মজিব উদ্দিন আহম্মদ,সহ শিল্প ও বানিজ্য সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, সহ-সংগঠনিক সম্পাদক হারুনর রশিদ ভিপি হারুন, জালাল আহম্মদ মজুমদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, বিরোধী দলেয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ এবং কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন দেওয়ার জোর দাবি জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.