|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
লৌহজংয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ
প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২৩
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৫শে মে বৃহস্পতিবার বেলা ১০টায় লৌহজং উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন এর আয়োজনে লৌহজং উপজেলার প্রি ক্যাডেট এন্ড জুনিয়র হাই স্কুল সংলগ্ন মাঠে ৫৪৩ জন অসহায়,গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড সদর দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট জেসমিন আক্তার (এএমসি) এবং মেডিকেল অফিসার লেফটেন্যান্ট আহ্মেদ রিফাত তাহ্মিদ(এএমসি) ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.