|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে স্থানীয়ভারে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী-DBO-news
প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২৩
মিরসরাইয়ে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং প্রদর্শনী করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ বিঞ্জান ও শিল্প গবেষনা পরিষদের আয়োজনে এ প্রদর্শনী করা হয়। প্রদর্শনীর পূর্বে উন্নত প্রযুক্তির চুলা তৈরি ও ব্যবহার, বায়োগ্যাস প্লান্টের উপকারিতা ও সয়াবিন চাষ এবং তৈল তেরির উপর প্রান্তি কৃষক, খামারী, শিক্ষার্থীদের নিয়ে একটি সেমিনার করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আলাউদ্দিন, বাংলাদেশ বিঞ্জান ও শিল্প গবেষণা পরিষদের কর্মকর্তা ড. নাজিম উদ্দিন ও বৈঞ্জানিক কর্মকর্তা রাশেদুল আলম, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশ উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে শিক্ষার্থী, প্রান্তিক কৃষক ও খামারীদের উন্নত প্রযুক্তিতে তৈরি চুলা, বায়োগ্যাস প্লান্ট ও সয়ারিন চাষ এবং তৈল তৈরির প্রক্রিয়া প্রদর্শণী ঘুরে ঘুরে দেখানো হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.