|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে আশ্রয়ন প্রকল্পের পুনর্বাসিতাদের ১০দিনের পেশা ভিত্তিক প্রশিক্ষন কর্মশালা-DBO-news
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের আওতায় (দরিদ্র বিমোচন ও পুনর্বাসন) পুনর্বাসিতাদের জন্য পেশা ভিত্তিক ১০দিনের প্রশিক্ষন কর্মশালার উপজেলা পরিষদ হল রুমে বুধবার (২৪ মে) উদ্ভোধন করেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন ও বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, নান্দাইল প্রাণি সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল প্রমুখ। উল্লেখ্য, নান্দাইল উপজেলার ১৩৭টি পরিবার থেকে প্রতিনিধিদের নিয়ে ১০দিনের এই কর্মশালার অনুষ্ঠিত হচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.