|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মীরসরাইয়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম শুরু-DBO-news
প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২৩
স্মার্টভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিক সেবাকে সহজ ও দ্রুত নিষ্পত্তি করার লক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ে ভূমি অফিসে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।সোমবার (২২ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম শুরু হয়। আজ থেকে ২৮ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে।জানা গেছে, স্মার্ট ভূমিসেবা’র বিষয়ে জানানোর পাশাপাশি ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে সেবার কথা জনসাধারণকে জানানো হবে। তাছাড়া সম্প্রতি চালু হওয়া ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ ও ‘স্মার্ট ভূমি-পিডিয়া’সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনাও তুলে ধরা হবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, সোমবার থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। আগামী ২৮ মে পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে। ইতমধ্যে সেবা গ্রহীতারা সেবা গ্রহণ নিচ্ছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.