|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পুলিশের অভিযানে ২ঘন্টার মধ্যে আত্মসাৎকৃত টাকাসহ প্রধান আসামি আটক-DBO-news
প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২৩
চট্টগ্রামের সিএমপি ডবলমুরিং মডেল থানাু কর্তৃক পুলিশের সক্রিয় ভূমিকা চৌকস অভিযানে ২ঘন্টার আত্মসাৎকৃত ২৯,২৫,৫০০/- টাকা উদ্ধার এবং আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গত ২২মে,সোমবার,দুপুরে বাদীর দেখানো ও সনাক্তমতে
সীতাকুন্ড থানাধীন ছোট দারোগারহাট বাজারস্থ এলাকা হতে
আসামীকে আটক করে। আটককৃতের নাম মোঃ সোলেমান (৩৩),পিতা-মোঃ আব্দুল মোনাফ,মাতা-মোছাঃ বিয়াধনী, সাং-আলিম উদ্দিন সর্দার বাড়ী,বাটইয়া,থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী।
বাদী তাওসিফ আমির দোভাষ (৩২) দুপুর দেড় টায়
তার প্রতিষ্ঠানের ৩০,৬৮,৫০০/-(ত্রিশ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত) টাকা ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ ফারুক চেম্বারের সামনে ইউসিবি ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বাদীর প্রতিষ্ঠানের অফিসের স্টাফ আবু হাবিব ডালিম (২৮),আসামী মোঃ সোলেমান (৩৩) কে সাথে নিয়ে গাড়ী পার্কিং করে।
আসামী অফিসের স্টাফ আবু হাবিব ডালিম (২৮) এর অগোচরে কৌশলে টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়।
বাদী মৌখিকভাবে অবগত করলে অফিসার ইনচার্জ তৎক্ষনিক নির্দেশে এসআই/ আহলাদ ইবনে জামিল ও এসআই / মোঃ ইমান হোসাইন তথ্য প্রযুক্তির সহায়তায় লোকেশন সনাক্ত করে। ছোট দারোগারহাট বাজারস্থ শাকিল স্টোর নামীয় কাঠের দোকানের পাশে যাত্রী ছাউনির সামনে নোয়াখালীগামী বাধন এক্সপ্রেসের বাসকে সিগনাল দিলে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আত্মসাৎকৃত টাকা উদ্ধারপূর্বক জব্দ করে।
ডবলমুরিং মডেল থানার মামলা নং- ২১, তারিখ- ২২/০৫/২০১৩ ইং, ধারা- ৪০৮ পেনাল কোড রুজু করা হয়। তথ্য নিশ্চিত করেছেন সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (পাবলিক এন্ড মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.