|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হিলিতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ইউসুফ আলীকে সংবর্ধনা-DBO-news
প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৩
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ইউসুফ আলীকে পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় শ্রেষ্ঠ শিক্ষক ইউসুফ আলীর হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
আজ সোমবার সকালে পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাকক্ষে এ ফুলের তোড়া ও উপহার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিম রেজা।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উৎযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয় পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক ইউসুফ আলী। গত বুধবার বিকেলে উপজেলা সভাকক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উৎযাপন কমিটির বিচারক মন্ডলীগণ উপজেলা পর্যায়ে শিক্ষাক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন।
এসময় বিদ্যালেয় সহকারী প্রধান শিক্ষক আজিজার রহমান চৌধুরী, সহকারি শিক্ষক আজমল হোসেন, মোফাখখারুল ইসলাম, রায়হান কবীর, শাহিনুর ইসলাম, ফটিক চন্দ্র দাস, আনজুমান আরা, আলেয়া খাতুন স্মৃতিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.