|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইব্রাহিমের অকাল মৃত্যু-DBO-news
প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৩
গতকাল আবুধাবিতে বাংলাদেশ ইসলামী স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়া ছাত্র শেষ বিকেলে খেলার সময় গাড়ি এক্সিডেন্ট করে মারা যায়। ছেলেটির নাম মোহাম্মদ ইব্রাহিম পিতা মোহাম্মদ ওসমান। ওরা দুই ভাই ও তিন বোন।। গতকাল সন্ধ্যায় আবুধাবি মরুর রোডে পার্কে বাচ্চারা মিলে ফুটবল খেলছিল। এক পর্যায়ে রাস্তার পাশে ফুটবল চলে যায়। রাস্তার পাশ থেকে ফুটবল আনতে গেলে গাড়ির সাথে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। অ্যাম্বুলেন্স কে ফোন করলে সাথে সাথে নিয়ে যায় মেডিকেলে। পরে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাচ্চাটি লাশ আরব আমিরাতে আবুধাবি বানিয়াছ কবরস্থানে আজ দাফন করা হয়। মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন উত্তর সত্তা গ্রামে। মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে আবুধাবি বাংলাদেশ ইসলামী স্কুলে শোকের ছায়া নেমে আসে। ইব্রাহিমের মৃত্যুতে সকালে স্কুল প্রাঙ্গনে দোয়া মাহফিলের আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। গতকাল সন্ধ্যায় মৃত্যুর খবর শুনে বাংলাদেশী পরিবারবর্গদের মন আতঙ্কিত হয়ে যায়। এই দূর প্রবাসে পরিবার নিয়ে যারা বসবাস করেন অবশ্যই খেয়াল রাখতে হবে এভাবে যেন অকালে ঝরে না যায় শিশু সন্তানের ভবিষ্যৎ।।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.