|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর চৌমাশিয়া কেন্দ্রীয় শিবকালী মন্দিরে অগ্নি সংযোগ ও রক্ষা কালী প্রতিমা ভাংচুর দেখার কেউ নেই-DBO-news
প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৩
নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়ন চৌমাশিয়া সরকার পাড়ারর চৌমাশিয়া কেন্দ্রীয় শিবকালী মন্দিরে অগ্নি সংযোগ ও রক্ষা কালী প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ১৭/৫/২৩ বুধবার রাত্রি সারে১০ টার সময় আগুন জ্বালি দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। উৎসব সরকার সহ তার বন্ধুরা চৌমাশিয়া বাজর ধেকে বাড়ি ফেরর পথে মন্দিরে আগুন জ্বালানো দেখে তারা তারি মন্দিরে জল দিয়ে আগুন নিভিয়ে ফেলে মন্দিরের সভাপতিঃ উজ্জ্বল কুমার সরকার কে খবর দেয়। সঙ্গে সঙ্গ তিনি ঘটনার স্থানে যান। পরে দিন ১৮/৫/২৩ বৃহস্পতিবার সকাল ৮এটার সময় চেরাগপুর ইউনিয়নের চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্র রকক্ষাকালী মন্দিরে পরিদর্শন করেন এবং সুষ্ঠু বিচার হবে বলে তিনি জানান ইউনিয়ন আওয়ামী লীগের ইসমাইল হোসেন পুলিশ ফাঁড়িরর ওসি, এবং মোজাম্মেল হোসেন মহাদেবপুর ওসি মোজাফফর হোসেন পুলিশ সুপার উপস্থিত ছিলেন উপজেলা পুজাউর্যাপন পরিষদের সভাপতিঃ শ্রীঅজিত চন্দ্র মন্ডল মানবাধিকার সংগঠনের সভাপতিঃ রনজিত লাহিড়ী জাতীয় হিন্দু মহাযোটের সাধারণ সম্পাদকঃ সুবীর দাস দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক তারেক হোসেন সাংবাদিক জিএম মিঠুন সহ আওয়ামী লীগের ওর্যাডের নেতাকর্মী ও নৃগোষ্ঠী আদিবাসী সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায় গ্রামবাসী উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.