|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী মনিরুজ্জামান-DBO-news
প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৩
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ বিরামপুর উপজেলা ও জেলার মাঝে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন বিরামপুর উপজেলার মুকুন্দপুর ফাজিল স্নাতক মাদরাসার আলিম প্রথম বর্ষের মেধাবী ছাত্র মোঃ মনিরুজ্জামান।
শনিবার সকালে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম জেলার বিভিন্ন বিভাগের ফলাফলের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছেন।
মনিরুজ্জামান উপজেলার ভবানীপুর গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। তার বাবা নাসিম উদ্দিন একজন কৃষক ও মা মোতাহারা বেগম গৃহিনী। সে সকলের কাছে দোয়া চেয়েছেন। মনিরুজ্জামানরা দুই ভাই তিন বোন। ভাই বোনের মধ্যে সে চতুর্থ। ২০২২ সালে ভবানীপুর দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাশ করেন।
মনিরুজ্জামান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ আমি ক্বেরাত প্রতিযোগীতায় উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হই। পরবর্তীতে জেলাতেও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হই। রংপুর বিভাগে যেন সফলতা অর্জন করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া চাই।
মুকুন্দপুর ফাজিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ (ভারঃ) আব্দুল কুদ্দুস বলেন, মো. মনিরুজ্জামান আমার মাদ্রাসার আলিম প্রথম বর্ষের একজন মেধাবী ছাত্র। সে মাদ্রাসায় লেখাপড়ায় অত্যন্ত ভালো। আমরা তার ভবিষৎ জীবনের মঙ্গল কামনা করছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.