|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ -DBO-news
প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২৩
নওগাঁর সাপাহারের অন্তর্গত ৪নং আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার বিভাগে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার ভুক্তভুগী মহল।
অভিযোগের অনুলিপি সূত্রে জানা যায়, গত ২রা এপ্রিল উপজেলার আইহাই ইউনিয়নের অন্তর্গত আশড়ন্দ বাজারে অবস্থিত জননী ফার্মেসীতে এক ভুয়া এমবিবিএস ডাক্তার স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে ইউনিয়ন পরিষদে ওই ভুয়া ডাক্তারকে সোপর্দ করেন স্থানীয় জনগন। কিন্তু চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু ওই ডাক্তারকে উর্ধ্বতন কর্র্তৃপক্ষের নিকট সোপর্দ না করে নিজে নিজেই ওই ডাক্তারের বিচার করে ২২ হাজার টাকা জরিমানা করেন। যা চেয়ারম্যানের এখতিয়ারের বাইরে। জননী ফার্মেসীর মালিক খলিলুর রহমান চেয়ারম্যানের নিজস্ব লোক। তাকে বাঁচানোর জন্যই এমন বিচার করেন চেয়ারম্যান। অভিযোগে আরো উল্লেখ আছে, চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু তার নিজস্ব লাঠিয়াল বাহিনী দ্বারা এলাকায় অরাজকতা সৃষ্টি করেন। ইউনিয়ন পরিষদে বিচার হলে তার বাহিনী পক্ষ বা প্রতিপক্ষকে জিতিয়ে দিবেন মর্মে উৎকোচ গ্রহন করে থাকে। শুধু তাই নয়, এর আগে টিসিবি পণ্য বিতরণের সময় কার্ডধারীদের পরিষদের বাইরে রেখে নিজেদের লোকদের পণ্য বিতরণ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ আছে। চেয়ারম্যানের এমন স্বেচ্ছাচারিতার কারনে এলাকার লোকজন অতীষ্ট হয়ে ১১জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বাক্ষর নিয়ে স্থানীয় সরকার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
চেয়ারম্যন ভুয়া ডাক্তারের কোন বিচার করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মুহাম্মদ রুহুল আমিন বলেন, “এদের জন্য নির্দিষ্ট আইন আছে। তবে তাৎক্ষণিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার (ভূমি) তার জেল জরিমানা করতে পারে। কিন্তু চেয়ারম্যান এটার বিচার করতে পারেন না।”
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটুর সাথে কথা হলে তিনি বলেন “ আমি ভুয়া ডাক্তারের বিচার করেছি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায়”। কোন উর্ধ্বতন কর্তৃপক্ষ তা জানতে চাইলে তিনি বলেন “ উপজেলা প্রশাসনের নির্দেশনায় আমি বিচার করেছি”।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.