|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সিনান ওগানের সাথে এরদোগানের বৈঠক। -DBO-news
প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৩
তুরষ্কের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগানের সাথে বৈঠক করেছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে সিনানের সমর্থন আদায়ের লক্ষ্যে দীর্ঘ ৫০ মিনিট ধরে হয় এ বৈঠক। যদিও দ্বিতীয় ধাপের নির্বাচনে কাকে সমর্থন দেবেনসিনান ওগান তা এখনও পরিষ্কার নয়।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিরোধী জোটের প্রার্থী কামাল কিরিচদারোগলুর পক্ষ নিতে পারেন তিনি। যদিও এরদোগানের সাথে বৈঠকের পর এ নিয়ে আবারও তৈরি হয়েছে ধোঁয়াশা।
ওগানের সমর্থনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে দুই প্রার্থীর জন্যই। প্রথম ধাপের নির্বাচনে ৫ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন মধ্য ডানপন্থী নেতা সিনান ওগান।
শুরু থেকেই তাকে বিবেচনা করা হচ্ছে কিং মেকার হিসেবে। প্রথম ধাপের নির্বাচনী ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায়,সে দেশের সংবিধান অনুযায়ী আগামী ২৮ মে দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.