|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাভারে মুরগির দোকানে শিশুর রহস্যজনক মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৩
মো শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে ১৩ বছরের এক শিশুর রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের সিআরপি এলাকায় মুসলিম বয়লার হাউজ নামের এক মুরগির দোকানে এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসী জানায়,সিআরপি এলাকায় আল আমিন নামের এক ব্যক্তির মুরগির দোকানে কর্মচারী হিসেবে বেশ কয়েক মাস ধরে কর্মরত ছিলেন সিয়াম সিফাই। পরে আজ বিকেলে ওই দোকানে ওই শিশুকে অচেতন অবস্থায় পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয়রা সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
পরে খবর পেয়ে পুলিশ তার লাশ মর্গে প্রেরণ করে। ওই শিশুর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। তবে মুরগির দোকানের মালিক বলছেন,ওই শিশু বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছেন। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নিহত শিশু কুমিল্লা জেলার সোগাই সিফাইয়ের ছেলে। বাবা মার সাথে তিনি সিআরপি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.