|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত-DBO-news
প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৩
দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ক্ষেত কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যেমে শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দোশরা পলাশবাড়ী গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শামীম আশরাফ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ।
বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক নুরুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জাফর ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলছুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, কৃষক আলম হোসেন ও হুমায়ন কবীর খোকন সহ আরও অনেকে।
অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তেলোয়াত করেন আরিফুল ইসলাম। এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দ দোশরা পলাশবাড়ী মাঠে ওই গ্রামের কৃষক খোকনের বোরো ধান জাত: এস এল ৮ এইচ শস্য (ধান) কর্তন ও ধান চাষাবাদের ব্লক প্রদর্শনীর ক্ষেত পরিদর্শনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.