|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে বোর ধান চাল সংগ্রহ অভিযানের উদ্ভোধন করেন এমপি তুহিন
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি বোর মৌসুমে ধান চাল অভিযান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ উপলক্ষে নান্দাইল উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ দিলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফয়েজ উদ্দিন, সাংবাদিক আলম ফরাজী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল সহ উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বোর মৌসুমে নান্দাইল উপজেলায় ১২শত টাকা মন দরে ১৮শত ৩ মে.টন ধান, ৪৪ টাকা কেজি দরে ৪ হাজার ২শত ২৬ মে. টন বোর চাল ৫জন মিল মালিকের মাধ্যমে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট ২০২৩ পর্যন্ত এই অভিযান চলবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.