|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল (মনা খাঁর) দাফন সম্পন্ন
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৩
মোঃ হোসেন গাজী
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক আওয়ামী লীগের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মনা খাঁ- ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৭ই মে বুধবার রাত ১০-১৫ মিঃ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।১৮ মে বৃহস্পতিবার বহরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের ইমামতি পরিচালনা করেন বহরিয়া রশিদীয়া ইসলামীয়া মাদ্রাসা মুহতামিম মাওলানা আবুল কাশেম আব্দুল বাকী সাহেব।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে,জামাতা পুত্রবধূ নাতি-নাতনি সহ আত্মীয়-স্বজন সহ বহু শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনা খাঁ এর দাফনের আগে চাঁদপুর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এজডু পাটওয়ারী, পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা হানিফ মাষ্টার, বিশিষ্ট সমাজ সেবক আজহারুল ইসলাম মিয়া, চাঁদপুর জেলা যুবলীগের আহব্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, যুগ্ম আহব্বায়ক সালাহ উদ্দিন মিয়া বাবর, যুগ্ম আহব্বায়ক মাহফুজুর রহমান টুটুল, আবু পাটওয়ারী, মোহাম্মদ আলী মাঝি, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়ত হোসেন গাজী বিল্লাল,সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপক পরিচালক মোঃ রেদওয়ান খান বোরহান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক শফিক গাজী, সিনিয়র যুগ্ম আহব্বায়ক শেখ শরিফ আহমেদ, লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশ্বাদ মিয়াজী, সহ-সভাপতি সাঈেদ আলী আখন, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান খান টেলু,
ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক মাঝি, সাধারণ সম্পাদক মোঃ শফিক খান,বহরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ঈমান হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মরহুমের জানাজার পূর্বে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও শোক নিবেদন করা হয়।উক্ত জানাযায়, রাজনৈতিক বৃন্দ,শিক্ষক, ডাক্তার,সাংবাদিক, বাজারের ব্যবসায়ী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ জানাযায় অংশগ্রহন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.