|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পত্নীতলায় সমলয় চাষাবাদ প্রকল্পের ধান কর্তনের শুভ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৩
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে সমলয়ে চাষাবাদের মতবিনিময় সভা ও কম্বাইন হারভেস্ট্রারের মাধ্যমে বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬- মে) বিকেল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোমানা আফরোজের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষিবিদ মোহাইমিনুল ইসলামের সঞ্চালনায় ঘোষনগর ইউনিয়নের গগনপুর মাদ্রাসাপড়ারায় সমলয় চাষাবাদ প্রকল্পের ধান কর্তনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক বিপিএএ মো. খালিদ মেহেদী হাসান,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার।
এসময়ে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনিরুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মো.খালিদ সাইফুল্লাহ,সহকারী কমিশনার ভূমি মো. আজিজুল কবির,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবি এম তাজুল ইসলাম,সাবেক সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম,
ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা ( মুক্তা ) থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ উমর ফারুখ,সমলয় প্রকল্পের সভাপতি কৃষক অলিউর রহমানসহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সাধারণ কৃষক প্রমুখ উপস্থিত ছিলেন।।
রহমানিয়া ইঞ্জিনিয়ারিং ধামইরহাট আমাইতাড়া বাজার এর নিজস্ব ওয়ার্কশপে তৈরি রিপার মেশিন সেই সাথে কম্বাইন হারভেস্ট্রারের মাধ্যমে সমলয় চাষাবাদ প্রকল্পের ধান কর্তন করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.