|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মীরসরাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ পালিত-DBO-news
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২৩
মানসম্মত শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে মীরসরাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।এ উপলক্ষে শনিবার (১৩ মার্চ) মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার সেরা সেরা শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমানে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের ছাএ "মুহাম্মদ আরমান রশীদ" উপস্হিত বক্তব্য ইভেন্টে মীরসরাই উপজেলায় ১ম স্হান অর্জন করেছে।সে মীরসরাই উপজেলা ৮নং দুর্গাপুর ইউনিয়ন শিকার জনার্দ্দনপুর গ্রামের মোঃ হারুন রশিদ ও নুরজাহান পারভীন দম্পতির সন্তান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.