|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজ বিশ্ব মা দিবস-DBO-news
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২৩
মে মাসের দ্বিতীয় রোববার "বিশ্ব মা দিবস" পালিত হয়।সেই হিসাবে আজ ১৪ মে রবিবার বিশ্ব মা দিবস।বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশেই পালিত হয় দিনটি।
কবি কাজী কাদের নেওয়াজ তার 'মা' কবিতার মধ্যে দিয়ে মমতাময়ী ও জন্মদাত্রী মায়ের বিশাল ত্বকে তুলে ধরতে চেয়েছেন।
কবির ভাষায়"মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেন ভাই/ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই/সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার পরে আজি/অন্তরে মা থাকুক মম,ঝরুক স্নেহ রাজি। মা' ছোট্ট একটি শব্দ কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক।ছোট্ট এই শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা।তাইতো মমতাময়ী মায়ের সম্নানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালন করা হয়। তবে অনেকের মতে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয়।ময়ের প্রতি প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে।
তবে অনেকের মতে, মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয়না। মায়ের প্রতি প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে। আজ থেকে বহু বছর আগে এভাবে এক মেয়ে তার মায়ের জন্য প্রবর্তন করেছিলেন মা দিবস।১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারতিস নামের নারী মারা গেলে তার মেয়ে আনা মারিয়া বিভস জারভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখতে সচেষ্ট হন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.