|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চান্দনা থেকে উদ্ধারকৃত ধনেশ পাখি ও একজন গ্রেফতার-DBO-news
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৩
গাজীপুর মেট্রো সদর থানা এলাকার পূর্ব চান্দনা থেকে উদ্ধারকৃত ধনেশ পাখি ও গ্রেফতারকৃত আলতাফ হোসেন রিফাত।
গাজীপুর মেট্রো সদর থানাধীন পূর্ব চালনা এলাকায় মোঃ হারুন রশিদ এর বাসা থেকে শুক্রবার বিলুপ্তপ্রায় বন্যপ্রানী ধনেশ পাখি আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সংবাদের সত্যতা যাচাই করে সদর থানা পুলিশের একটি টিম বন্যপ্রাণী অধিপ্তরের সদস্যসহ ঐ এলাকার জনৈক মোঃ হারুন অর রশিদ এর তিনতলা বাসায় অভিযান পরিচালনা করে।
ওই সময় অভিযানে উক্ত বাসার তিনতলার বারান্দায় কার্টুনের মধ্যে বিশেষভাবে রক্ষিত মোঃ হারুন এর ছেলে মোঃ আলতাফ হোসেন রিফাত (২৩) এর হেফাজত হতে বিলুপ্তপ্রায় দুইটি ধনেশ পাখি উদ্ধার করা হয় এবং আলতাফ হোসেন রিফাতকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আলতাফ হোসন ওরফে রিফাত জিজ্ঞাসাবাদে জানায় যে, পাখি দুইটি তিনি অনলাইন পেজের মাধ্যমে ক্রয় করেছে। যা বন্য প্রাণী শাস্তিযোগ্য অপরাধ জেনেও তিনি ক্রয় করেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং বণ্যপ্রানি অধিদপ্তরের প্রতিনিধিকে পাখি দুটি বুঝিয়ে দেয়া হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আলতাফ হোসেন রিফাত (২৩)। সে মেট্রো সদর থানার পূর্ব চান্দনা এলাকার বাসিন্দা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.