|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নিউইয়কের লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে সম্মাননা পেল গোলাম ফারুক শাহীন-DBO-news
প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইনস ব্যোরোর লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে প্রথমবারের মত সম্মাননা পেলো এমডিকিউ বাংলাদেশী কমিউনিটি এবং রাজনীতিক গোলাম ফারুক শাহীন ।লংআইল্যান্ডের ব্যাবিলন টাউন কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।খবর বাপসনিউজ।
সম্প্রতি পবিত্র রমজান মাসে বিপুল সংখ্যক মানুষের জন্য ইফতার ও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের জন্য এই সম্মাননা দেয়া হয়। টাউন সুপারভাইজার রিচার্ড শেফার ও কাউন্সিলর ডুয়িন গ্রেগরি এই সম্মাননা গোলাম ফারুক শাহীনকে হস্তান্তর করেন।
ব্যাবিলন টাউন হল অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল ধারার রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোলাম ফারুক শাহীনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
এই সময় বক্তৃতায় গোলাম ফারুক শাহীন বলেন, এই আয়োজনে গর্বিত বাংলাদেশী কমিউনিটি।
পরবর্তী প্রজন্মের জন্য এই ধরনের সম্মাননা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান কমিউনিটির প্রিয় মুখ ড. আবু হক ।
সামনের দিনগুলোতে বিভিন্ন কমিউনিটির মানুষ একটি বাগানের মত করে পুরো আমেরিকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন আবু মেজবাহ উদ্দিন হেলাল।
অন্যদিকে ব্যাবিলন টাউনের সুপারভাইজার রিচার্ড এইচ শেফারের মতে, দ্রুত অগ্রসরমান বাংলাদেশী কমিউনিটি অন্যদের কাছে অনুপ্রেরণামূলক কাজ করছে।
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এটিএম আমিন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এএফএম রহমান শোয়েব, কমিউনিটির প্রিয় মুখ এমডি শওকত আলী মাষ্টার, ব্যবসায়ী রফিক খান ও ডুইন গ্রেগরিসহ অন্যরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.