|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ধামইরহাটের হারানো মাদ্রাসা ছাত্রকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন:ফরহাদ হোসেন
প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২৩
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার চকযদু কাশিয়াডাঙ্গা মাদ্রাসা পড়ুয়া ছাত্র ইয়াহিয়াকে নিজ বাড়িতে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১২-মে ) জানা যায় হারিয়ে যাওয়া মো. ইয়াহিয়া (১৪)
পিতা মো. আবু তালেব সাং চকযদু (নওয়া পাড়া) কাশিয়াডাঙ্গা, ধামইরহাট নওগাঁদ্বয় গতকাল নিজ বাড়ি থেকে হারিয়ে গিয়ে আনুমানিক রাত ৯টায় টার সময়ান্তে জয়পুরহাটের ২নং দুগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঈশ্বরপুর গ্রাময়ান্তে আমির হামজা বাড়ির আশেপাশে অবস্থান করছিলেন।
ঈশ্বরপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে মো.ফরহাদ হোসেন(২৩) ছেলেটিকে আশ্রয় দেয়।
এবিষয়ে মোঃ ফরহাদ হোসেন বলেন, গতকাল রাত আনুমানিক ৯টায় আমার বাড়ির আশেপাশে রাতের আঁধারে ঘোরাঘুরি করছিল, তাকে দেখতে পেয়ে নাম ঠিকানা জানতে চাইলে উক্ত ঠিকানা বলেন, এমতাবস্থায় রাতে বাড়িতে রাখার সু ব্যবস্থা করি।
উক্ত বিষয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চকযদু কাশিয়াডাঙ্গা মাদ্রাসা শিক্ষক মোঃ মাসুম রেজা এর সহযোগিতায়, ইয়াহিয়াকে আজ সকালে, তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।এসময় তার পরিবারের সদস্যদের ছেলেটিকে দেখেশুনে রাখার আহ্বান করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.