|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
যেকোনো প্রকৃতিক দুর্যোগে মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে ডা. এনামুর রহমান-DBO-news
প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২৩
যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বুধবার রাতে সাভারের আশুলিয়ার কাঠগড়া হাই স্কুল এন্ড কলেজ ভবন উদ্বোধন শেষে এক সুধীসমাবেশে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সরকার সবসময় দেশের মানুষের কথা চিন্তা করে যাতে করে দেশের কোন মানুষ কষ্টে না থাকে সবাই ভালো থাকে এই সরকারের সময় দেশের বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও বলেন তিনি।
এসময় নবগঠিত আশুলিয়া থানা যুব মহিলা লীগের সভাপতি রওশন আরা রতœা ও সাধারণ সম্পাদক সুমি আক্তার ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
কাঠগড়া হাই স্কুল এন্ড কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.