|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ধর্মব্যবসা-DBO-news
প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২৩
মনে যখন পচন ধরে
ভালো মন্দের বিচার কই,
ধর্মের দোহাই দিয়ে কেবল
স্বার্থ সিদ্ধ করে সই।
ঘোলা জলে করে শিকার
পাবদা পুটি মাগুর কই,
ধর্মব্যাবসা জমছে এখন
সিদ্ধ ধানে ফুটায় খৈ।
ডুব দিয়া জল খেয়ে বলে
উপবাসি আছি সই,
ওদা ধানে খুঁজে হরি
চষা ক্ষেতে দিয়ে মই।
চমক লাগা ঠমক দেখে
দুঃখে মরে জগত সাঁই,
আমায় ছাড়া খুঁজে মরে
কই রইল বিধবা গাই!
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.