র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নওগাঁর মহাদেরপুরে অভিযান চালিয়ে ৩ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মাসুদুর রহমান (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃত মাসুদুর রহমান মহাদেরপুর উপজেলা সদরের মোঃ মজিবর রহমানের ছেলে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জয়পুুরহাট র্যাব-৫,ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।এর আগে দিবাগত রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৩ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃতে র্যাবের একটি আভিযানিক দল নওগাঁ জেলার মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাসুদুর রহমানকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩ শত পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৯ শত ৪০ টাকা উদ্ধার করা হয়। সে মহদেবপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁর মহাদেবপুর থানায় মামলা করা হয়েছে বলেও র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোজাফফর হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,র্যাবের হাতে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরেই আদালতের মাধ্যমে নওগা জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।