|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বর্ণিল পুলে সুশোভিত মীসরাইল মহাসড়কের আইল্যান্ড-DBO-news
প্রকাশের তারিখঃ ৯ মে, ২০২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের আইল্যান্ড যেন মনোমুগ্ধকর একটি ফুলের বাগানে পরিণত হয়েছে। ছোট-বড় হরেক রকমের ফুলেল শোভায় সু-শোভিত। লাল, সাদা, হলুদ, বেগুনীসহ নানা রঙের ফুলের বর্ণিল ছোঁয়ায় আলোকিত হয়ে উঠেছে মহাসড়কের আইল্যান্ড এর অংশ বিশেষ।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার নয়দুয়ারিয়া অংশের আইল্যান্ডগুলো এই যেনো বাহারি রঙের ফুলের বাগান। হৈমন্তী, কুর্চি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালুসহ আরো হরেক রকম ফুল গাছ শোভা পাচ্ছে আইল্যান্ড গুলোতে। চারলেনের সড়কের দুই দিক দিয়ে নিরবিচ্ছিন্নভাবে চলছে পরিবহন। দুই সড়কের মাঝখানে ফুটে আছে লাল ও হলুদসহ নানা রঙের ফুল। গ্রীষ্মের তীব্র দাবদাহে যাত্র যখন বিরক্তিকর তখন এই ফুলগুলো যেন স্বর্গীয় সুখ এনে দিচ্ছে। প্রশান্তি জোগাচ্ছে দেহ ও মনের। মহাসড়কের মীরসরাইয়ের ৪৮ কিলোমিটার অংশে মহাসড়কের আইল্যান্ডে বর্ণিল সাজে সেজে থাকা ফুলগুলো যে কারো মন জুড়াবে।
সড়ক ও জনপদ সূত্র জানায়, এক পাশের আলো যেন অন্য পাশে এসে দুর্ঘটনা না ঘটায় তাই এই কম উচ্চতার ফুলের গাছ লাগানো হয়েছে। এছাড়া সৌন্দর্য বৃদ্ধি এবং আইল্যান্ড দখল মুক্ত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।কলেজ শিক্ষার্থী ইফতি বলেন, কলেজে আসার সময় সড়কের আইল্যান্ডে ফুলের গাছগুলা দেখলে মনে হয় ফুলের বাগান। নানা রঙের ফুলে মহাসড়ক বর্ণিল হয়ে উঠেছে, দেখতে ভালোই লাগে। এগুলোর পরিচর্যা করলে মহাসড়কের এই সৌন্দর্য অটুট থাকবে।সীতাকুন্ড উপসড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আশিক কাদির বলেন, চট্টগ্রাম সিটি গেট থেকে কুমিরা চৌদ্দগ্রাম পর্যন্ত বাহারি ৪২ হাজার ফুল ও ফলগাছ রয়েছে। এছাড়া দাউদকান্দি থেকে সোনাগাজী পর্যন্ত রয়েছে ৫৪ হাজার গাছ। মহাসড়কে ফুল ও সবুজের সমারোহে নির্মল প্রকৃতির স্বাদ নিতে পারছে মানুষ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.