|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ পারইল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজন আহত-DBO-news
প্রকাশের তারিখঃ ৯ মে, ২০২৩
নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে, উপজেলার গণেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামে।
ভূক্তভোগী অটোচার্জার চালক সাইফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে দক্ষিণ পারইল গ্রামে তাদের বাড়ির পাশে বৈদ্যুতিক লাইনের নিচে একটি গাছের ডাল কাটার পর সেগুলো ভাগ করে নেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের প্রতিপক্ষ নাজমুল,এনামুল, লাকী এবং সালমা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে এসে শ্লীলতাহানিসহ মারপিট করে তাকেসহ তাদের একই পরিবারের ৩ জনকে আহত করেন ।
আহতরা হলেন, দক্ষিণ পারইল গ্রামের মৃৃত মমতাজ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭), সাইফুল ইসলামের স্ত্রী সুমি খাতুন (৩৫) এবং ছেলে ছাব্বির হোসেন (১৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। বর্তমানে তারা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারপরেও তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন। তারা এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জনিয়ে সুষ্ঠ বিচার দাবি করেন।
এ বিষয়ে প্রতিপক্ষের লাকীসহ অন্যান্যরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ- আলম সিদ্দিকী জানান, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরে প্রস্তুতি চলছিলো
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.