|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফেনীর ছাগলনাইয়ায় এক শিশুর বিদ্যুৎপৃষ্টে বিকলাঙ্গ হওয়ার ঘটনায় ৪ কোটি টাকা ক্ষতিপূরণ
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৩
ফেনীর ছাগলনাইয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১১ বছর বয়সী এক শিশুর বাম হাত হারানোর ঘটনায় তার পরিবারকে ৪ কোটি ২২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া কিভাবে অযৌক্তিক তার জবাব চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ক্ষতিগ্রস্ত শিশুর বাবার করা এক রিটের শুনানি নিয়ে ৭ ই মে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সাথে এ ঘটনায় সংশ্লিষ্ট সকলের অবহেলা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় রুলে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
সোমবার ৮ ই মে এ রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী মোঃ মনিরুল ইসলাম মিয়া। ২৮ দিনের মধ্যে বিদ্যুৎ সচিব, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ও মহাব্যবস্থাপক ছাগলনাইয়া জোনের উপ মহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট বাড়ির মালিক শেখ আজিজুল হক নিশানের কাছে রুলের জবাব চেয়েছেন হাইকোর্ট।
আইনজীবী মনিরুল ইসলাম জানান, ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মটুয়া গ্রামের শেখ আবুল হোসেন মাস্টারের ছেলে শেখ আজিজুল হক নিশানের বাড়িতে ভাড়া থাকতেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সোহাগ সরকার। গত বছরের ৩১ জুলাই বিকাল ৪ টার সময় ওই ভাড়া বাসায় রেজাউল করিম সোহাগ সরকারের ১১ বছর বয়সী ছেলে রাফি বারান্দায় খেলা করছিল। এসময় হঠাৎ তার হাতে থাকা দৈর্ঘ্য পরিমাপের কাজে ব্যবহৃত একটি স্টিলের ট্যাপ বারান্দা ঘেঁষা কভারবিহীন বৈদ্যুতিক তারের উপর পড়ে এবং সাথে সাথে বৈদ্যুতিক শকের মাধ্যমে রাফির বাম হাত ও পা সহ শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায় এবং গুরুতর আহত হয়।
এমতাবস্থায় তাকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার প্রয়োজনে তার বাম হাতের কব্জি কেটে ফেলা হয় । তার কাঁটা হাতের স্থলে কৃত্রিম হাত সংযোজনের জন্য ৪০ লাখ টাকা লাগবে বলে জানায়। তাছাড়া এ পর্যন্ত ২২ লাখ টাকা চিকিৎসা বাবদ খরচ হয়েছে বলে জানান রেজাউল করিম সোহাগ সরকার । ১১ বছর বয়সী রাফি বিকলাঙ্গ হওয়ায় তার ভবিষ্যৎ ক্ষতিপূরণ হিসেবে ৩ কোটি ৬০ লাখ টাকা এবং চিকিৎসা খরচ বাবদ মোট ৬২ লাখ সহ সর্বমোট ৪ কোটি ২২লাখ টাকা ক্ষতি দেখিয়েছেন শিশুটির বাবা। এ বিষয়টি জানিয়ে ছাগলনাইয়া জোনের উপ-মহাব্যবস্থাপক বরাবর জানানো হয়েছে কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। আইনানুসারে পল্লী বিদ্যুৎ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে পারতো বলে জানান সংশ্লিষ্ট আইনজীবী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.