|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে ৩ শিক্ষক প্রত্যাহার
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৩
নওগাঁর সাপাহার সরফ তুল্লাহ ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে ৩ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (৭ মে) দাখিলের গনিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার দায়ে ৩ শিক্ষককে এক বছরের জন্য সকল পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শারমিন জাহান লূনা।
প্রত্যাহার হওয়া শিক্ষকরা হলেন- উপজেলার চাঁচাহার ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. গোলাম রাব্বানী, হাপানিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আজিজুর রহমান এবং পাহাড়ীপুকুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মোরসালিন।
কেন্দ্রসচিব অধ্যক্ষ মো. মোসাদ্দেক হোসেন শিক্ষক প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট কর্তৃক ওই ৩ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে
উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ৮/৫/২৩
নওগাঁ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.