|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৩
"শেখ হাসিনার দর্শন কৃষকের উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৭ মে) সকাল ১১টায় খাদ্য বিভাগ, বিরামপুর, দিনাজপুরের আয়োজনে চরকাই (এলএসডি) চত্তরে এ অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুম/২০২৩ ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অভ্যন্তরীণ বোরো ধান,চাল ও গম সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মওলা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ, চরকাই খাদ্য গুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু হেনা মো: মোস্তফা কামাল, উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মিলার রবিউল ইসলাম ও আব্দুল ওয়াহেদসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, বর্তমান সরকার কৃষির উন্নয়নে নানা ধরণের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। যে কারণে কৃষকরা এবার বাম্পার ফলনের পাশাপাশি ধান বিক্রিতে পেয়েছেন অভাবনীয় মূল্য। দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে ব্যবসায়ীদেরকে তাদের ধান, চাল ও গম সংগ্রহ এবং সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানান তিনি।
জানতে চাইলে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মওলা জানান, উপজেলায় এবার ধান ১৩১৮ মেট্রিকটন, চাল ৬২৮০ মেট্রিকটন, গম ৪২ মেট্রিকটন সংগ্রহ করা হবে। প্রত্যেক কার্ডধারী কৃষকরা তাদের উৎপাদিত বোরো ধান ও গম ৩ মেট্রিকটন করে চরকাই সরকারি খাদ্য গুদামে দিতে পারবেন।
উদ্ধোধনী অনুষ্ঠান শেষে পৌর এলাকার মাহমুদপুর মুন্সিপাড়া মহল্লার মেসার্স কামাল হাসকিং মিলের প্রোপাইটার মো. হাবিবুর রহমান ৯ মেট্টিকটন চাল ও খানপুর ইউনিয়নের চড়াইভিটা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক ২ মেট্টিকটন ধান গোদামে প্রদান করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.