|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাউফলে অবৈধ কারেন্ট জালসহ দুই জেলে আটক-DBO-news
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৩
পটুয়াখালী জেলার বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে মো. মনির হোসেন (৪০) ও মো. মোখলেচুর রহমান (২৫) নামের ২ জেলেকে গ্রেপ্তার করেছে কালাইয়া নৌ পুলিশ।
০৬.০৫.২৩ইং তারিখ রোজ শনিবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া নদীর চরফেডারেশন পয়েন্ট থেকে ৫শ মিটার কারেন্ট জালসহ ২জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ২জেলে পাশ্ববর্তী দশমিনা উপজেলার বাশঁবাড়িয়া গ্রামের বাসিন্দা।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু জেলেরা তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছে । বিষয়টি সোর্সের মাধ্যমে জানতে পেরে নদীতে অভিযান চালানোর সময় ২জেলেক গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ২জেলের নামে বাউফল থানায় মামলা দিয়ে রবিবার সকালে আদালত প্রেরণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.