|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গাজীপুরে মানবতা বিরোধী অপরাধে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার-DBO-news
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৩
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামস্থ মেয়ের বাড়ি থেকে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আলিম উদ্দিন (৮৫) কে রোববার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। আলিম উদ্দিন
শুক্রবার বিকালে ওই গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার সাদুয়া গ্রামে। তার পিতার নাম মৃত আব্দুল গফুর খান।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর ফজলে রহমান সংবাদ মাধ্যমকে বলেন- যুদ্ধাপরাধী আলিম উদ্দিন গফরগাঁও উপজেলার পাগলা থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে পুলিশ শ্রীপুরে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে শ্রীপুর থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
তিনি আরো বলেন- আলিমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। ওই মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ১০ এপ্রিল আদালত তাকে যাবজ্জীবন সাজার রায় দেন। রায় ঘোষণার পর থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেফতারের পর পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট তাকে ঢাকায় পাঠিয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.