|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাউজানে প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৩
যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
রাউজানস্থ ১২ নং উরকিরচর ইউনিয়নের পূর্ব আবুরখীল তালুকদার পাড়ার শান্তিময় বিহারে প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের আয়োজনে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেছে।
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া'র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে ছিলেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু।
বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে ছিল অষ্টবিংশতি আলোচনা সভা, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী হীরো বড়ুয়া বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রুপতি রঞ্জন বড়ুয়া, সলিল বিকাশ বড়ুয়া, সহ-সভাপতি পিকলু বড়ুয়া, বীরু বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, সাংগাঠনিক সম্পাদক পুলক বড়ুয়া, ইমন বড়ুয়া, সমাজসেবক বিজয় বড়ুয়া ননা,শৈশব বড়ুয়া সাগর প্রমুখ।বক্তারা বলেন- জগতের সকল প্রাণী সুখী হোক এই অহিংসা বাণী প্রচারক ভগবান গৌতম বুদ্ধের আবির্ভূত হয়। মানুষকে আলোর পথ, মানবতা ও মুক্তির পথিক দিকনির্দেশক ছিলেন গৌতম বুদ্ধের সুমহান শিক্ষা ও আদর্শ। এ উপলক্ষে বিহার আলোক সজ্জা, প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত প্রার্থনাসহ ধর্মীয় আচার অনুষ্ঠানে মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান সম্পন্ন হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.